ঢাকা ব্যাংক ও এমটিবিতে সঞ্চয় করা যাবে বিকাশ থেকে

বিকাশের অ্যাপের মাধ্যমে ঢাকা ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ডিজিটাল সঞ্চয়সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকেরা। গ্রাহকেরা দেশের যেকোনো স্থানে বসে এ সেবাটি গ্রহণ করতে পারবেন।

বিকাশ সূত্রে জানা গেছে, ঘরে বসে কাগজপত্র বা ফরম পূরণের ঝামেলা ছাড়াই মাত্র কয়েক মিনিটে ব্যাংক দুটির বিভিন্ন মেয়াদের ও অঙ্কের সঞ্চয়সেবা নিতে পারবেন বিকাশ গ্রাহকেরা। আর্থিক অন্তর্ভুক্তির বাইরে থাকা লোকজনও ছোট অঙ্কের এই মাসিক সঞ্চয়ী সেবার অ্যাকাউন্ট বা হিসাব খুলতে পারবেন।

সঞ্চয়সেবা চালু করতে, গ্রাহকদের প্রথমে বিকাশ অ্যাপের ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয়’ বা সেভিংস অপশনে ক্লিক করতে হবে।

মাসিক ৫০০, ১ হাজার, ২ হাজার ও ৩ হাজার টাকা কিস্তিতে সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ চার বছর মেয়াদে নেয়া যাবে এই সঞ্চয়সেবা।

বিকাশ অ্যাকাউন্ট থেকে সঞ্চয়ের কিস্তি স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। সঞ্চয়ের মেয়াদ পূরণ হলে গ্রাহকেরা মুনাফাসহ পুরো টাকা কোনো খরচ ছাড়াই বিকাশ অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন।

 

এমআর