ক্রেডিট কার্ডের যে নিয়মগুলি মানা খুবই জরুরী

বর্তমানে সাধারণ মানুষ আগের থেকে অনেক সাবধান হয়েছে। নিজের প্রতিটা প্রয়োজনীয় জিনিস স্বযত্নে রাখে। লেনদেনের সহজতরতার জন্য ক্রেডিট কার্ড মানুষের পছন্দের একটা মাধ্যম। ক্রেডিট কার্ড এখন মানুষের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই প্রয়োজনীয় জিনিসের দ্বারাই আবার অনেক বিপদের সম্মুখীন হতে হয়। আমরা সবাই জানি ক্রেডিট কার্ড কী ভাবে সামলে রাখতে হয়। তবুও তা মানি কি? যদি মানতাম, তা হলে কার্ড নিয়ে এত জালিয়াতি হয়তো হত না। তাই ক্রেডিট কার্ড ব্যবহারে যেসব নিয়ম না মানলেই নয় সেগুলো আবার মনে করে রাখা যাক কিভাবে কার্ড সাবধানে ভাল রাখা যায়-

  • ক্রেডিট কার্ডের পিন নিয়মিত বদলাতে হবে। এই কাজটা আমরা সাধারণ ভাবে কখনওই করি না। আর সব কার্ডেই এক পিন রেখে দিয়ে থাকি। এটা একেবারেই করা উচিত নয়। নিয়মিত বদলাতে থাকলে কেউ ভুলক্রমেও যদি পিন জেনে যায় তাহলেও কোন ক্ষতির সম্ভাবনা নেই।
  • ক্রেডিট কার্ড হাতছাড়া করা যাবে না। কনট্যাক্টলেস ক্রেডিট কার্ড হলে তো আরও সাবধান। তবে সে ক্ষেত্রে এই ব্যবস্থা বন্ধ করে রাখা ভাল।
  • মোবাইল ফোনে ক্রেডিট কার্ড পিন লিখে রাখা মারাত্মক ভুল।এটা করা যাবে না।
  • কাউকে ওটিপি দেওয়া যাবে না।
  • নিয়মিত এসএমএস চেক করতে হবে। কোনও লেনদেন যদি আপনি না করে থাকেন বলে মনে হয়, সঙ্গে সঙ্গে ব্যাংককে জানাতে হবে।
  • কার্ড হারালে দেরি না করে সঙ্গে সঙ্গে ব্লক করতে হবে এবং ব্যাংককে জানাতে হবে।
  • ব্যাংককে ফোনে কিছু জানালে তা পরে ইমেলেও ব্যাংককে লিখে জানিয়ে দিন। এতে আপনার কাছে অভিযোগের রেকর্ড থাকবে, যা পরে কাজে লাগতে পারে।
  • কোনও লিংকে গিয়ে টাকা দেওয়ার আগে চেক করে দেখতে হবে সেটা আসল কিনা। এইচটিটিপিএস আছে কিনা দেখে নিতে হবে।
  • গুগল কিন্তু আজকাল সাবধান করে। যদি সাইট নিয়ে সংশয় থাকে সতর্কবার্তা পাবেন।

আমাদের নিজের সেফটি নিজের কাছে। কিছু সাবধানতা মেনে চললে আমারা অনেক বড় সমস্যা থেকে বেঁচে যেতে পারি। অনেক সময় আমরা সব জেনেও আলসেমির কারনে অনেক সমস্যার মধ্যে পরে যাই কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। সতর্ক থাকতে হবে।

এইচএআই