ফিক্সড ডিপোজিট কেন করবেন?

ফিক্সড ডিপোজিট বলতে কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানে নির্দিষ্ট পরিমাণের টাকা নির্দিষ্ট সময়ের বা মেয়াদের জন্য জমা রাখা। যা দ্বারা প্রদত্ত এক ধরনের সুদের নির্দিষ্ট হার পাওয়া যায়। ব্যাংকগুলো ফিক্সড ডিপোজিটে সুদ দেয় ৩% -৭%। তবে আর্থিক প্রতিষ্ঠানগুলো ফিক্সড ডিপোজিটের উপর  ৬% – ১০% সুদ দিয়ে থাকে।

ফিক্স ডিপোজিট আপনি চাইলে ৫০০ টাকা দিয়ে শুরু করতে পারেন। আর ২ কোটির উপরেও রাখতে পারেন। সেটা নির্ভর করছে আপনার উপর। তবে মনে রাখবেন আপনাকে আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী ইনকাম ট্যাক্স দিতে হবে।

ফিক্স ডিপজিটে অনেক ধরনের সুবিধা আছে, যার জন্য টাকা সঞ্চয় করার এটা একটি অন্যতম মাধ্যম বলা চলে। ফিক্সড ডিপোজিটের সবচেয়ে বেশি সুদ বর্তমানে দিচ্ছে কিছু স্মল সেভিংস ব্যাঙ্ক। সুরক্ষিত ও রিক্স ফ্রি ইনভেস্টের জন্য ফিক্স ডিপোজিট সবচেয়ে ভালো এবং নিরাপদ বলে মনে করা হয়। সেভিংস একাউন্টে বেশি টাকা থাকলে তা ফিক্সড ডিপোজিট করে রাখতে পারেন। আলাদা আলাদা ব্যাংকের সুদের হার আলাদা আলাদা হয়ে থাকে। ফিক্স ডিপোজিটের সুবিধাগুলো হলো –

  • ব্যাংকের সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থেকে সুদের হার বেশী।
  • ফিক্সড ডিপোজিটের মেয়াদ শেষ হওয়ার পরে, আবার সেটাকে নতুনভাবে বিনিয়োগ (renew) করা যায়।
  • নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার আগেই, ফিক্সড ডিপোজিটের টাকা তুলে নেয়া যায়।
  • নিজের প্রয়োজনে ফিক্সড ডিপোজিটের পরিবর্তে লোন নেয়া যায়।
  • ফিক্সড ডিপোজিট সর্বোনম্ন সাতদিনের জন্য করতে হয়।
  • ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে, টাকার পরিমাণের কোনো উর্দ্ধসীমা থাকে না।

    এইচএআই