ডিবিবিএল হোম লোন দিচ্ছে সর্বোচ্চ ২ কোটি টাকা

মানুষের সারাজীবনের ইচ্ছা থাকে একটা  সুন্দর বাড়ি করার। তার জন্য জীবনভর সঞ্চয়ও করে কিন্তু অনেক সময় সারাজীবনের সঞ্চয়ও কম পরে যায় তখন রিস্ক নিয়ে ধার করে বাড়ির কাজ শেষ করে।  কিন্তু এতে ঝুঁকি থাকে অনেক, তাই ঝুঁকি না নিয়ে সরাসরি ব্যাংক থেকে ঋণ নিয়ে কাজ করাটাই ভালো।

মানুষের এমন বিপদের সঙ্গী হয়ে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল) নিয়ে এলো অনেক বড় সুযোগ। এই প্রথম একসাথে কোটি টাকা ঋণ পেয়ে যাচ্ছে বিপদ্গ্রস্থেরা। যা একজন মানুষকে তার সপ্ন পূরন করতে সাহায্য করবে। তার জন্য কিছু নিয়ম মেনে পর্যায়ক্রমে ঋণটি নিতে হবে।

ঋণটি নেওয়ার সুবিধাগুলো হলোঃ

  • ৮% হারে ঋণ নিতে পারবেন।
  • সর্বচ্চো ২ কোটি পর্যন্ত টাকা নিতে পারবেন।
  • অন্য যে কোনো ব্যাংক বা প্রতিষ্ঠান থেকে টেক ওভারের ক্ষেত্রে ৭.০৫% হারে ঋণ নিতে পারবেন।
  • ফ্লাট/ বাড়ি ক্রয়, নির্মাণ, বর্ধিতকরণ এবং সংস্করণ ইত্যাদির জন্য ঋণ করতে পারবেন।
  • সিটির্পোরেশন, পৌরসভা, উপজেলা সহ যেকোনো স্থানে বাড়ি ক্রয় এবং নির্মাণের জন্য এই ঋণ নিতে পারবেন।
  • রিফাইন্যান্স সুবিধা ( নিজের টাকায়/ অর্থায়নে বাড়ি/ ফ্লাট ক্রয়/ নির্মাণ পরবর্তী দুই বছরের মধ্যে পুনঃঅর্থায়ন)।

ডিবিবিএল লোনের জন্য পেশা/ আয়ের উৎসঃ

  • চাকরী
  • ব্যবসা
  • বাড়ি ভাড়া
  • পেশাজীবী ( ডাক্তার, প্রকৌশলী, চার্টার্ড একাউন্টেন্ট ইত্যাদি)
  • অন্যান্য বৈধ ও গ্রহণযোগ্য আয়।

প্রয়োজনীয় কাগজপত্রঃ-

  • জাতীয় পরিচয়পত্র
  • সদ্য তোলা এককপি রঙ্গিনছবি
  • ব্যাংক স্টেটমেন্ট (ন্যূনতম ৬ মাস)
  • আয় এবং পেশার প্রমাণাদিঃ-
  • চাকুরীজীবীদের ক্ষেত্রে অফিস পরিচয়পত্র এবং লেটার অফ ইন্ট্রোডাকশন/ পে স্লিপ / বেতন সনদ নিয়োগপত্র ইত্যাদি
  • পেশাজীবীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিগ্রিসনদ
  • বাড়ির মালিকদের ক্ষেত্রে বাড়ির মালিকানার দলিলাদি এবং ভাড়া প্রাপ্তির রসিদ/ ভাড়াটিয়াদের সাথে চুক্তিপত্র ইত্যাদি।
  • ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স
  • পার্সোনাল গ্যারান্টি
  • TIN/ e-TIN ( ঋণের পরিমাণ ৫ লাখ টাকা / ততধিক ক্ষেত্রে প্রযোজ্য)
  • অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি ও জামানত ( প্রযোজ্য ক্ষেত্রে)

ডিবিবিএল রিটেইল লোনের সুবিধা সমূহঃ-

  • আকর্ষণীয় সুদের হার
  • সহনশীল মাসিক কিস্তি
  • দ্রুত ও সহজ প্রক্রিয়া
  • সুবিধাজনক মেয়াদ
  • দেশব্যাপী বিস্তৃত শাখা, ফাস্ট ট্র্যাক, এটিএম, মোবাইল ব্যাংকিং এবং এজেন্ট ব্যাংকিং সুবিধা।
  • রিলেশনশিপ ম্যানেজার
  • এস এম এস এলার্ট এর মাধ্যমে আবেদনকৃত ঋণের স্ট্যাটাস প্রদান
  • মেয়াদ পূর্তির পূর্বে সম্পূর্ণ বা আংশিক ঋণ পরিশোধের সুবিধা
  • দেশের যেকোনো প্রান্ত থেকে ঋণ গ্রহণ এবং কিস্তির টাকা পরিশোধের সুবিধা
  • ১৬২১৬ নাম্বের ২৪ ঘন্টা কল সেন্টার সার্ভিস সুবিধা।

অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি

বয়সসীমাঃ-

  • সর্বনিম্ন ১৯ বছর ( আবেদন করার সময়ে)
  • সর্বচ্চ গ্রাহকের অবসর গ্রহনের সময়কাল (চাকুরিজীবীদের ক্ষেত্রে )অথবা ৭০ বছর বয়স (যা পূর্বে আগত তা প্রযোজ্য হবে) হবার পূর্বে ঋণের মেয়াদ শেষ হতে হবে।

ঋণ পরিশোধের নিয়মঃ-  

  • গ্রাহক সমপরিমাণ মাসিক কিস্তি (ইএমআই) প্রদানের মাধ্যমে মেয়াদান্তে সম্পূর্ণ ঋণ পরিশোধ করতে পারবেন।