বিয়ের জন্য ঋণ দিচ্ছে এনসিসি ব্যাংক

বিয়ে প্রতিটি মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিয়ে কে ঘিরে একটা পরিবারের অনেক ধরনের ইচ্ছা-আকাঙ্খা থাকে। সব বাবা মা ই চায় তার ছেলে মেয়েকে অনেক বড় করে বিয়ে দিতে।কিন্তু তৎক্ষণাৎ মাথায় এই চিন্তা টাও আসে, এসব কিছুতে তো অনেক খরচেরও ব্যপার।

সবার সামর্থ্য এক থাকে না যারা বিত্তশালী তাদের কথা আলাদা মধ্যবিত্তরা এই বিপদে বেশি পরে এবং ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক বাবা মা নিজের ছেলে মেয়েদের শখ অনুযায়ী বিয়েও দিতে পারে না আবার যারা দেয় তারা কারো কাছ থেকে বড় আকারের ঋণ নিয়ে বিয়ে দেয়। এতে অনেকে অনেক ধরনের ঝুকি তে পরতে হয়।

এখন মানুষকে অনেকটা চিন্তা মুক্ত রাখতে এনসিসি ব্যাংক নিয়ে এসেছে একটা অন্য রকম ভাবনা। এনসিসি ব্যাংক এখন বিয়ের জন্য ঋণ দিচ্ছে। শুধুমাত্র নিজের ছেলে মেয়ে অথবা আপন ভাই বোনের জন্য এই ঋণটা নেওয়া যাবে। মিনিমাম ২১ বছর থেকে ম্যাক্সিমাম ৬০ বছর এই বয়সসীমার মানুষ এই ঋণটি নিতে পারবেন।

ঋণ হিসাবে সর্বনিম্ন ৫০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১,০০০,০০০ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। ৫০,০০০ টাকা থেকে ২০০,০০ পর্যন্ত ঋণের জন্য  ১২ থেকে ৩৬ মাস পর্যন্ত কিস্তির ব্যবস্থা আছে এবং ২০০,০০১ টাকা থেকে ১,০০০,০০০ টাকা পর্যন্ত ঋণ নিতে চাইলে ২৪ থেকে ৬০ মাস পর্যন্ত কিস্তির সুযোগ রয়েছে।

যারা আবেদন করতে পারবেনঃ-

  • একজন বেতনভোগী ব্যক্তি, স্থায়ী কর্মচারী হিসাবে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • স্ব-নিযুক্ত ব্যক্তি, যেমন – ডাক্তার, ডেন্টিস্ট, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, সিভিল ইঞ্জিনিয়ার,আর্কিটেক্ট ( স্থপতি), আর্থিক বিশ্লেষক, পরামর্শদাতা, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইত্যাদি।
  • একজন ব্যক্তি সর্বনিম্ন ৩ বছরের জন্য একজন সফল ব্যবসায়ী হিসাবে প্রমাণ রেকর্ড থাকতে হবে।
  • আবাসিক/বাণিজ্যিক ভবন বা কাঠামো বা ভূমি সম্পত্তি থেকে নিয়মিত বৈধ আয়ের অধিকারী একজন ব্যক্তি হতে হবে।
  • ফিক্সড ডিপোজিট/সেভিংস সার্টিফিকেট/আইসিবি ইউনিট সার্টিফিকেট(গুলি)/ ট্রেজারি বন্ড ইত্যাদির মতো বিভিন্ন ধরনের আর্থিক উপকরণ থেকে নিয়মিত আয় টজালতে হবে।
  • রেমিট্যান্স আয় ধারক, রেমিট্যান্স অবশ্যই স্বামী/স্ত্রী এবং বিদেশে চাকরিরত ব্যক্তির পুত্র/কন্যাকে পেতে হবে।

যা যা করনীয়ও এবং প্রয়োজনীয় নথিপত্রঃ-

  • এনসিসিবির খুচরা ঋণের আবেদনপত্র পূরণ এবং স্বাক্ষর।
  • পাসপোর্ট সাইজের তিন কপি আবেদনকারী এবং তার স্ত্রীর ছবি।
  • আবেদনকারী এবং তার স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের কপি।
  • NID এর অনুপস্থিতিতে, বৈধ পাসপোর্ট/জন্ম শংসাপত্রের অনুলিপি।
  • আবেদনকারীর বর্তমান বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, ল্যান্ড ফোন, পানি সরবরাহের মতো ইউটিলিটি বিলের কপি।
  • আপ -টু -ডেট টিআইএন (TIN)সার্টিফিকেটের কপি বা আবেদনকারীর ট্যাক্স রিটার্নের কপি।
  • আবেদনকারী এবং তার স্ত্রীর সমস্ত বিদ্যমান ঋণ এবং ক্রেডিট কার্ডের অনুমোদনের পরামর্শ সহ আপ -টু -ডেট ঋণ রিশোধের বিবৃতি দিতে হবে৷

কিছু নিয়ম কানুন মেনে এই সুযোগ কাজে লাগিয়ে নিশ্চিন্তে নিজের ভাই বোন বা ছেলে মেয়ের বিয়ে দিন। কোনো ধরনের কোনো ঝুকি ছাড়াই।

 

এইচএআই